উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে সুমন গোয়ালা (৩২) নামের পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সুমন গোয়ালা দ্বারাগাঁও গ্রামের অধির গোয়ালার পুত্র।
র্যাবের জিজ্ঞাসাবাদে সুমন জানায়, গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়েছিল।
উল্লেখ্য অর্চনা গোয়ালা নামের এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় তাঁর বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সুমন গোয়ালাকে র্যাব চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে।