আজিজুল হক নাছির, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও তরুণ সমাজসেবক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুকে চুনারুঘাটের শ্রীকুটা গ্রামের উদীয়মান লেখক ও সাংবাদিক রায়হান আহমেদ-এর লেখা দুটি বই উপহার দেন।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ ও ‘মেঘের পরে রোদ’ এ দুটি বই প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, দফতর ও পাঠাগার সম্পাদক আজিজুল হক নাছির, ডাক্তার এসএম আলমগীর, আহাম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারী ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ প্রমুখ।
চেয়ারম্যান সনজু বলেন- লেখক যারা, তারা দৃঢ় চিন্তা-চেতনার অধিকারী। তারা সমাজকে উপলব্দি করেন তাদের নিজ আঙ্গিকে। তারা উদার মনে মিশেন সমাজের উঁচু-নিচু সব মানুষের সাথে। তরুণ লেখক রায়হান আহমেদ-এর বই লেখার প্রতিভাকে আমি স্বাগত জানাই। তিনি লেখক সমাজকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখার আহ্বান জানান।