ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের কারণে রোববারের এসএসসি পরীক্ষা ১৩ এবং মঙ্গলবারের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুক্রবারের পরীক্ষা সকাল ৯টায় এবং শনিবারের সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরীক্ষা পেছানো হয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।
আগামীকাল রোববার ইংরেজি প্রথম পত্র এবং মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা, অন্যদিকে মাদরাসার শিক্ষার্থীদের রোববার আরবি প্রথম পত্র এবং মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।
এদিকে শনিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পর্যবেক্ষণে চট্টগ্রামে যান মন্ত্রী। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনি অবশ্য সকালে হরতাল প্রত্যাহার করার আহ্বান জানান।
নূরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০১০ সাল থেকে আমরা নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে পেরেছি এবং ৬০ দিনের মধ্যে ফলাফল দিয়েছি। কিন্তু এবার আমরা নির্দিষ্ট সময়ে পারছি না। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, তা কাটিয়ে উঠার চেষ্ঠা করছি। পুরো যুদ্ধাবস্থার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্য আজকে চট্টগ্রামে এসেছি।’
এবার সারাদেশে ৩ হাজার ১১৬টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হচ্ছে। ১০টি শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। তবে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই সারাদেশে ৭ হাজার ২৭৭ পরীক্ষার্থী অংশ নেয়নি।