নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সাংবাদিকতার দিকপাল প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রির্পোটার এডভোকেট আমীর হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে শোক প্রকাশ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সহ সভাপতি এমএ আহমদ আজাদ, আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক রাকিল হোসেন, যুগ্ম সম্পাদক সলিল বরন দাশ, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক মতিউর রহমান মুন্না, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম তালুকদার, ক্রীড়া সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, নির্বাহী সদস্য এটিএম সালাম, মোঃ সরওয়ার শিকদার, ফখরুল আহসান চৌধুরী, মোঃ সেলিম তালুকদার, শাহ মনসুর আলী নোমান, আকিকুর রহমান সেলিম, কালিপদ ভট্রাচার্য্য, উক্তম কুমার পাল হিমেল প্রমূখ।