স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক এডভোকেট আমির হোসেনের মৃত্যুতে হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দরা গভীর ভাবে শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানন এবং মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা চেয়ে আল্লাহ তালার নিকট প্রার্থনা করেণ।
নেতৃবৃন্দরা হলেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল হাসান চৌধুরী তুহিন সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এস এম খোকন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কহিনুর, সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক আ,ফ,ম সাইফুদ্দিন জাবেদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এস আর রুবেল, কোষাধ্যক্ষ শাহ কামাল সাগর, দপ্তর সম্পাদক সালাম চৌধুরী, সদস্য আনোয়র হেসেন।
উল্লেখ্য, সোমবার বিকাল সাড়ে ৪ টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এর আগে ১ ডিসেম্বর ঢাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত অবস্থায় ভর্তি হন তিনি।
সাংবাদিক আমির হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।