আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলেম উলামা ও সুন্নি জনতার উদ্যোগে আমুরোড বাজারে বিশাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর বাদ মাগরিব আমুরোড বাজার জামে মসজিদের সামন থেকে র্যালীটি বের হয়ে সারা বাজার পদক্ষিন করে বাজারের পঞ্চ মোড়ে সকলে জড়ো হন।
সেখানে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জারুলিয়া মাদ্রাসার শিক্ষক ক্বারী আঃ রউফ।
প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির চুনারুঘাট উপজেলা সভাপতি কাজী মাওঃ আঃ হাই এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,হাজী ইয়াছিন তালুকদার,মাওঃ জয়নাল আবেদীন,হাফেজ আবুল কাসেম, আলহাজ্ব হাফেজ আহমেদ তালুকদার,মাওঃ আঃ হাই,মাওঃ তানভীর আহমেদ, ওমর ফারুক চৌঃ,হাফেজ আঃ গনি,মাওঃ সাহিদ উদ্দিন আখন্জি,হাফেজ আঃ মতিন,সাংবাদিক এম এ বাতেন,হাফেজ যাবের,হাফেজ আরিফুল ইসলাম,গোলাম মোস্তফা জামান,হাফেজ জসিম উদ্দিন প্রমূখ।