চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাদশারগাও গ্রামের বিশিষ্ট মুরববী নিম্বর উল্লাহ সরদার(১০৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………রাজিউন)।
তিনি রবিবার সকাল ১১টা ১০মিনিটে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মারা যান। তার নামাজের জানাযা ওই দিন বাদ আছর বাদশারগাও ঈদগাহ ময়দানে অনুষ্টিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩ছেলে,নাতি-নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
তার নামাজের জানাযায় অংশ নেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ আঃ রউফ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, আইয়ূব আলী তালুকদার, ইবনে জামান শামছুসহ হাজার হাজার মুসল্লি।