নবীগঞ্জ প্রতিনিধি : আসন্ন হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জের ৫নং ওয়ার্ডের সদস্য পদে লড়ছেন নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হেলাল আহমদ। নির্বাচনকে সামনে রেখে ভোট ও সমর্থন আদায়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। চালিয়ে যাচ্ছেন নির্ঘুম প্রচারনা।
হেলাল আহমদ নবীগঞ্জ পৌর শহরতলীর রাজাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে শহরে অত্যন্ত সুনামের সহিত ইলেক্ট্রনিক্স ব্যবসা করে আসছেন। হেলাল আহমদ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তিনি হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি এবং বর্তমান পরিচালক এডভোকেট ফারুক আহমেদ এর ছোট ভাই।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবি সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।
তার বিভিন্ন ধর্মী প্রতিষ্টানসহ সমাজ সেবা মূলক র্কমকান্ডে রয়েছে অসংখ্য অবদান । হেলাল আহমেদ জেলা পরিষদের সদস্য পদে ৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার প্রার্থীতা বৈধ ঘোষনা করেছেন রির্টানিং অফিসার। নির্বাচনকে সামনে রেখে ৫নং ওয়ার্ডের পৌরসভা’র মেয়র-কাউন্সিলর, করগাওঁ, কুর্শি, বাউসা এবং নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যাদের সাথে প্রায় প্রতিদিনই নির্বাচনী সীমা রেখার ভিতরে ভোটার ও শুভাকাঙ্খীদের সাথে সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন ।
উক্ত ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি সবার কাছে দোয়া ও সহযোগীতা চেয়েছেন ।