চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের কালীনগর গ্রামের ছেরাগ আলীর পুত্র লাল মিয়া (৩৫) বন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, রবিবার ভোর সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কালীনগর এলাকা থেকে লাল মিয়ার গোয়াল ঘর থেকে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, লাল মিয়ার বিরুদ্ধে সি.আর ১৯৩/০৭ এর ৬ মাসের সাজা ও গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে গত ৯ বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে সাজাপ্রাপ্ত লাল মিয়া রেহাই পেল না। পরে বিকাল ৪টার দিকে লাল মিয়াকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।