চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের মৃত মনজব উল্লার পুত্র আশি বছরের বৃদ্ধ ছাবু মিয়া ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, রবিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই সেলিম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পীরেরগাঁও এলাকায় ঢুকে ১০ মাসের সাজাপ্রাপ্ত ছাবু মিয়াকে ধান কাটা থেকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাবু মিয়া সি.আর ১০৬/৯১ মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে গত ১৫ বছর ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।
শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে সাজাপ্রাপ্ত ছাবু মিয়া রেহাই পেল না। পরে বিকাল ৩টার দিকে ছাবু মিয়াকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে।