নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুত সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশ্রয়ী হতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে।
শনিবার বিকালে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে ৬৯ লাখ ৫৮ হাজার ৮শ’ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে ৫২৭টি পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার শুধু বিদ্যুতায়ন নয় সারাদেশে যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে। আর জননেত্রী শেখ হাসিনার দুরদর্শী চিন্তার ফলেই দেশে এ ধরণের বৈপ্লবিক উন্নয়ন করা সম্ভব হচ্ছে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা আপনাদেরকে বিদ্যুত দিয়ে দায়িত্ব পালন করছেন। আর আপনাদের দায়িত্ব হলো সঠিকভাবে এর ব্যবহার করা।
হবিগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ-লাখাইবাসী আমাকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত করেছেন। তাই আমিও হবিগঞ্জ-লাখাইবাসীর কাজেই নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রাখছি। আর ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই।
এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ হচ্ছে আমাদের দেশের সম্পদ। আর দেশের সম্পদের সঠিক সংরক্ষণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও কাজ করতে হবে। কেউ যাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার না করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকেও সজাগ থাকার আহবান জানান তিনি।
শনিবার বিকালে স্থানীয় মুরুব্বী হাজী আব্দুল কাইয়ুম ছুরুক ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ্ রেজা উদ্দিন আহমেদ দুলদুলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, এনামূল হক মামুন, পল্লী বিদ্যুতের পরিচালক মাস্টার এমএ মতিন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন গোপ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগ সভাপতি একরামূল মজিদ শাকিল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আলম, নুরুজ্জামান মিয়া, খসরু মিয়া, মাহমুদুল হাসান প্রমুখ।
শনিবার দুপুরে ৫০ লাখ টাকা ব্যয়ে মুড়িয়াউক নাজিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি নিয়মিত লেখাপড়া করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।