নিজস্ব প্রতিনিধি:- বিএনপির কেন্দ্রীয় সমবায় সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলার লাখাই এ প্রতিবাদে সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকাল চারটায় লাখাই উপজেলার কালাউক বাজারে অনুষ্টিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ত্বে করেন লাখাই উপজেলার যুবদলের আহবায়ক শাহ আলম গোলাপ ও পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: তাউছ মিয়া।
এতে প্রধান অতিিথর বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামছুদ্দিন,সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, হবিগঞ্জ পৌর যুবদলের আহবায়ক সফিকুর রহমান সেতু, সদর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, জেলা যুবদল নেতা মো: আরব আলী, মো: আ: করিম, লাখাই উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক মো: উপজেলা যুবদল নেতা ফয়সাল আহমেদ, আরিফুল হক, হাফেজ বাবুল আহমেদ, শামিম আহমেদ নাসির প্রমুখ।