প্রেস বিজ্ঞপ্তি : যুক্তরাজ্যের নর্থওয়েলস্ এর ব্যাংগর সিটির পোয়েডেম এলাকার অত্যান্ত জনপ্রিয় কাউন্সিলার মোহাম্মদ সুলতান। নিজের শিকড়ের সাথে সর্ম্পক রাখার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক কাউন্সিলর মোহাম্মদ সুলতান দীর্ঘ ৪০ বছর যাবত ব্রিটেনে বসবাস করে আসছেন।
তিনি গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ.কে এবং ব্যাংগর বাংলাদেশী এসোসিয়েশন এর সাথে ওতোপ্রতো ভাবে জড়িত। রবিবার তিনি ২ সপ্তাহের এক সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন।
কাউন্সিলার মোহাম্মদ সুলতান গত বৃটিশ পার্লামেন্টের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ‘লিবডেম’ এর নর্থ ওয়েলস গোয়েনেডের আরবান আসনের এমপি প্রার্থী ছিলেন।
তাঁর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিন সুরমা উপজেলার জালাল পুর ইউনিয়নের মোকামপুর গ্রামের মরহুম আব্দুর রহমানের পুত্র সুলতান। মুলধারার রাজনীতির পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনীতিক সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করছেন।