চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীনগর গ্রামের টেনু মিয়ার পুত্র মাসুক মিয়া (২৫) সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজীনগর এলাকা থেকে মাসুক মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মাসুক মিয়া সি.আর ১০৬/০৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। অন্যদিকে উপজেলার উবাহাটা ইউনিয়নের দূর্গাপুর (মাধবপুর) গ্রামের মৃত আজগর আলীর পুত্র মানিক মিয়া (৩৫) সাজাপ্রাপ্ত আসামীকে গত শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মানিক মিয়ার বিরুদ্ধে তার স্ত্রী হত্যা মামলার জি.আর ১৪৯/১১ (চুনাঃ) সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল ও তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। তারা এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে শনিবার দুপুরে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।