চুনারুঘাট প্রতিনিধি ॥ বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে অপরাজিতা ওভারসীজ (ট্রাভেলস) এর এজেন্সী অফিস এর উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বাদ মাগরিব রানীগাঁও বাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে বিদেশ যাত্রীদের সুবিধার্থে অপরাজিতা ওভারসীজ (ট্রাভেলস) এর শাখা অফিস উদ্বোধন উপলক্ষে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা শামছুল হকের সভাপতিত্বে ও শাখা অফিস পরিচালক মোঃ ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজিতা ওভারসীজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি.এম সৈয়দা পারভীন আক্তার, ক্যাশিয়ার সেলিনা আক্তার, মাষ্টার মাসুক মিয়া, সাংবাদিক এস.এম সুলতান খান, মোঃ সিরাজুল হক, বাহার আলী মাষ্টার, মাওলানা মোখলিছুর রহমান চৌধুরী প্রমুখ। পরে মিলাদ মাহফিলের মাধ্যমে অপরাজিতা ওভারসীজের শাখা অফিসের উদ্বোধন করা হয়।