নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স মিলনায়তনে এর আনুষ্টানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক ডেপুটি সিভিল সার্জন অজিত কুমার রায়, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নগেন্দ্র কুমার দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ডাঃ ইফতেকার হোসেন, ডাঃ রুখসানা বেগম, প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর জাহেদ চৌধুরী, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সেনিটারী ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী, মামনি প্রতিনিধি হোসেন আহমদ বিপব প্রমূখ। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী সাধারণ ৬ হাজার ২৭ জন, প্রতিবন্ধী ২ শত ২ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সাধারন ৫২ হাজার ৭৩ জন এবং প্রতিবন্ধী ২ শত ৩৯ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।