উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ হত্যা মামলার পলাতক আসামী সাজু মিয়া(২২)কে গ্রেফতার করেছে। ধৃত সাজু উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের আবু সাহেদের পুত্র।
সুত্রে জানাযায়,শুক্রবার বিকেলে ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোরহানপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।
এসআই ধর্মজিৎ সিংহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় জিআর ২৮৭/১০্(নবী) একটি হত্যা মামলার দীর্ঘ দিন যাবত সে পলাতক ছিল। তাকে নবীগঞ্জ থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।