বাহুবল থেকে সংবাদদাতা : বাহুবলের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কালাখারৈল গ্রামে। আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসে ওই গ্রামের জামে মসজিদটি পুনঃনির্মাণের জন্য ভেঙ্গে ফেলেন আব্দাল মিয়া ও তার লোকজন। মসজিদটি মেরামত কাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে মেরামত বন্ধ থাকে। ফলে গ্রামবাসী ইবাদত বন্দেগী করতে দুর্ভোগের শিকার হচ্ছেন। গতকাল গ্রামের অন্য একটি পাঞ্জেগানা মসজিদে অন্যান্য লোকজনের মত জুম্মার নামাজ পড়তে যান গ্রামের ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম। মসজিদেই জামে মসজিদের নির্মাণ কাজ নিয়ে কথা হয় আব্দাল মিয়ার সাথে। এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মেম্বার বনাম আব্দাল মিয়ার মাঝে। নামাজ শেষে সবাই বাড়ি চলে যায়। এদিকে আব্দাল মিয়া তার লোকজনকে প্রভাবিত করে শক্তি প্রদর্শনের মহড়া চালাতে থাকেন। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে শফিকুল ইসলামকে না পেয়ে তার ভাতিজা আল আমিনকে (২২) রাস্তায় পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে ক্ষতবিক্ষত করে আব্দাল ও তার লোকজন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন আল আমিনকে প্রথমে বাহুবল ও পরে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।