মনিরুল ইসলাম শামীম, বাহুবল প্রতিনিধি: বাহুবলে ভালবাসার টানে ঘরছাড়া প্রেমিক যুগলের ঠিকানা হলো শ্রীঘরে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পুটিজুরী বাজার থেকে প্রেমিক যুগলকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া প্রকাশিত গাজীপুর গ্রামের আব্দুল খালিকের কন্যা লুৎফা বেগম (২০) এর তিন বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের আব্দুর রউফের পুত্র কাইয়ূম মিয়া (২৫) এর সাথে। বিয়ের পর স্বামীর বাড়িতে বসবাসকালে লুৎফা বেগম-এর পরিচয় হয় পানিউমদা গ্রামের আবুলেইচ ওরপে হান্নান-এর পুত্র সুমন মিয়া (২৫) এর সাথে।
পরিচয়ের সূত্র উভয়ের মাঝে পরকীয়া সম্পর্ক তৈরি হয়। সপ্তাহখানেক আগে স্বামীর ঘরছেড়ে লুৎফা বেগম প্রেমিক সুমন মিয়ার হাত ধরে ঘর ছাড়ে। গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে তারা পুটিজুরী বাজারে এলে জনতা তাদের আটক করে। এ সময় জনতা প্রেমিক সুমন মিয়াকে উত্তম-মধ্যম দেয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া আটক প্রেমিক যুগলকে পুলিশে সোপর্দ করেন। জনতার উত্তম-মধ্যমে আহত প্রেমিক সুমন মিয়াকে পুলিশ বাহুবল হাসপাতালে চিকিৎসা দিয়েছে।