নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্টান পালনের লক্ষ্যে নবীগঞ্জ জে,কে স্কুল ব্যাচ‘ ৯৫ সমন্বয় কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল মিলানায়তনে অনুষ্টিত হয়। ব্যাচ ‘৯৫ সমন্বয় কমিটির আহবায়ক মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে এবং আলোকিত ব্যাচ ‘৯৫ কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,তনুজ রায়,আব্দুল মজিদ,আশফাক উদজ্জামান চৌধুরী,পিন্টু রায়,সমীরন দে, জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, প্রনব চন্দ্র দেব, মোঃ কাজল মিয়া,কাঞ্চন বনিক,তোফায়েল আহমদ,শাহ সাজিদুর রহমান,রাজিব কুমার রায়,আবু হুরায়রা মামুন, মোঃ লোকমান মিয়া,আঞ্জব আলী। সভার শুরুতে মুক্তিযুদ্ধের প্রয়াত সাব-সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদীর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শতবর্ষ পূর্তি অনুষ্টান সফল ও সার্থক করার জন্য ‘৯৫ ব্যাচের সকল শিক্ষার্থীদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে রেজিষ্টেশন ফরম পূরন করে জমা দেওয়ার জন্য আহবান জানানো হয়।