মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপিকে জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত করায় বাংলাদেশ তাঁতীলীগ চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চুনারুঘাট বাজারে এক আনন্দ মিছিল বের করা হয়। পরে চুনারুঘাট মধ্য বাজারে উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক কবির মিয়া খন্দকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোঃ আব্দুল আলীমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মাসুক, শেখ হবিবুর রহমান, সার্জেন্ট অবঃ আবুল কাসেম, আহম্মেদ আলী, নূর আলী তালুকদার, শাহীন আলম, সেলিম মিয়া, ফরিদ আহাম্মদ, এমরান হোসেন স্বপন সাই, সম্মানিত সদস্য রফিক মিয়া মজুমদার, শফিকুল ইসলাম মহরি, রফিকুল ইসলাম মাষ্টার, আবুল খায়ের, ওয়াহিদুর রহমান ইমন, আঃ সালাম, নাসির মিয়া তালুকদার, খায়ের মিয়া মহালদার, আঃ হানিফ, আঃ সালাম, ওয়াহিদ হাজারী, সাংবাদিক মোঃ ফারুক মিয়া, লুৎফুর রহমান, জয়নাল আবেদীন, হামিদ খান তিতু, মতিউর রহমান দরবেশ, আঃ মালেক, তানিম মিয়া, মাখন মিয়া, পরেশ আলী এবং নেতৃবৃন্দরা।
এড. মাহবুব আলী এমপি জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ তাঁতীলীগ চুনারুঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দরা এমপি মাহবুব আলীকে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানান। পরে মিলাদ ও দোয়া শেষে সভায় নেতাকর্মীদের মাঝে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করা হয়।