সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে॥ ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি উল্টে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ৩ পরীক্ষার্থী সহ আহত ৫ জন হয়েছেন। চালকদের অসাবধানতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে।
নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামকস্থানে সিএনজি উল্টে ৩জন স্কুল ছাত্র সহ ৫জন গুরুতর আহত হয়েছেন।
জানাযায়, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষে বিকাল ৪টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও নামকস্থানে হঠাৎ করে সিএনজি উল্টে ধুমড়ে মুছড়ে যায়। ওই সময় সিএনজিতে থাকা দিনারপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ৩ জন ছাত্র সহ আহত হয়েছে ৫ জন। আহত তিনজন স্কুল ছাত্র গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের তৌয়াইদ মিয়ার পুত্র সিরুল আহমেদ (১৬), পাশ্ববর্তী গ্রামের আব্দুল মন্নানের পুত্র আবিদ মিয়া (১৬), আব্দুল হামিদ মিয়ার পুত্র শিবলু মিয়া (১৬)।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ৩জন স্কুল ছাত্রকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ও অপর ২জন যাত্রীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।