ডেস্ক : আগামী ১৩ জানুয়ারি শুরু হবে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এদিকে, ১৩ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা শুরু হওয়ার পর মাঝে কয়েকদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে অনুষ্ঠিত হয় একটি জোড় ইজতেমা। টানা ৫ দিন পাঁচ ওয়াক্ত নামাজের পর চলছে ইসলামের দাওয়াতী কাজের বয়ান। এরপর ৬ ডিসেম্বর বাদ জোহর মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার সমাপ্তি হয়েছে।