লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামে তাসিন (২) নামের এক শিশু অগ্নিদ্বগ্ধ হয়েছে। সে ওই গ্রামের শাহ আলমের কন্যা।
বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই সময় শিশু তাসিনের মা রান্না করছিলেন। এ সময় তাসিন রান্না ঘরে গেলে অসাবধানতাবশত সে অগ্নিদ্বগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।