চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের মৃত সরাফত উল্লার পুত্র আঃ মালেক (৪০) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই আলমাস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী মালেককে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মালেকের বিরুদ্ধে জি.আর ২০৭/০৯ মারামারি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ছিল। অন্যদিকে উপজেলার মীরেরপাড়া গ্রামের আজগর উল্লার পুত্র শামিম মিয়া (৩০) কে জি.আর ১০২/১২ (হবিঃ) ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ। তারা এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে বুধবার দুপুরের দিকে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।