উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ “শেখ হাসিনার উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকালে হবিগঞ্জ পবিস’র নবীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। র্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, প্রকৈশলী সৈয়দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন প্রমূখ।