নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সভাকক্ষে বুধবার সকাল ১০ টা থেকে দুই শিফটে অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ের নারী স্কুল শিক্ষকদের নিয়ে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন প্রজনন ও পুষ্টি বিষয়ের এক কর্মশালা।
অভিযোগ পাওয়া যায় পরিবার পরিকল্পনা বিভাগের এ অবহিতকরন কর্মশালার বাজেট হরিলুট হয়েছে। এ র্কমশালার অংশ গ্রহনকারীর সংখ্যা ও ভাতা বন্টনে অনয়িমের মাধ্যমে এ হরিলুট সম্পন হয়েছে। জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক ৪০ জন শিক্ষক ও ১০০ জন ছাত্র-ছাত্রী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নাম মাত্র কয়েকজন শিক্ষক ও ছাত্র নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
এব্যাপারে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদের সাথে মোটো ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এড়িয়ে গেলেও পরে তা স্বীকার করেন। তিনি প্রথমে শুধু নাস্তা বাবদ সরকারের বাজেট ১০ হাজার টাকা রয়েছে স্বীকার করলেও সম্মানীভাতার কথা অস্বীকার করেন।
খোজ নিয়ে জানা গেছে, শিক্ষক সম্মানী হিসেবে ছয়শত ও ছাত্র-ছাত্রীদের তিনশত টাকা প্রদানের কথা থাকলেও নামমাত্র কয়েকজনকে দিয়ে বাকী টাকা আত্মসাৎ করেছেন। উল্লেখ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ বাহুবলে যোগদানের পর থেকে নানা অনিয়ম দূর্নীতিতে জড়িয়ে পরেছেন।