মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য শাহজাহান মিয়া ওরফে শাজান্যা (৪০) কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
বুধবার ভোরে মাধবপুর সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের হিরন আলীর ছেলে।
মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা মুলতবীসহ মাধবপুর সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বুধবার দুপুরে দুর্ধষ ডাকাত শাহজাহানকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছে।