এটিএম সালাম,মতিউর রহমান মুন্না,নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও ফকির বাড়ীতে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শিকারীর হাতে বন্দি হয়েছে একটি চিতা বাঘ।
শুক্রবার সকালে চাঞ্চল্যকর খবর এলাকায় জানাজানি হলে শত শত উৎসুক মানুষ বাঘটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানান শিকারী দবির মিয়া।
স্থানীয় সুত্রে জানাযায়, ওই এলাকার মৃত ওয়ারিদ উল্লার ছেলে দবির মিয়ার বাড়িতে অবস্থিত একটি হাঁসের খামারে ঢুকে প্রতিদিন ওই বাঘটি হাসঁ খেয়ে পেলে। এতে খামারের মালিক ব্যাপক ক্ষতি সাধিত হয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে পাশের বাড়ি থেকে একটি লোহার খাচাঁ এনে ফাঁদ পেতে খাচাঁর ভিতরে একটি হাসঁসহ খামারের পাশে রাখে। রাত সাড়ে ৩টার দিকে লোভি বাঘটি ওই খাচাঁর ভিতরে প্রবেশ করা মাত্র বন্দি হয়ে পড়ে। শুক্রবার ভোর হতেই খবরটি জানাজানি হলে এলাকার শত শত উৎসুক জনতা বাঘটিকে এক নজর দেখার জন্য ভিড় করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘটি শিকারীর জিম্মায় রয়েছে।