মোঃ ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে জাতীয় চুনারুঘাটে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে সকাল ১১টার দিকে চুনারুঘাট উপজেলা পরিষদ থেকে এক র্যালী বের হয়ে চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে ও পল্লী বিদ্যুৎ চুনারুঘাট জোনাল অফিস ম্যানেজার কাজী শওকাতুল আলমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের, উপজেলা চেয়ারম্যান চুনারুঘাট, চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, থানার এস.আই মাসুদুজ্জামান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক এস.এম সুলতান খান, সাংবাদিক ফারুক মিয়া, মাসুক মাষ্টার, দুধু মিয়া মাষ্টার সহ পল্লী বিদ্যুৎ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।