নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ কদমতলী ফিলিং স্টেশনের নিকট পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
গতকাল সোমবার সকাল ৭টায় এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় শাহিন মিয়া (৩০), আমির আলী (৫৫), মাহিন (২৫), কায়েস (২২) ও জুয়েল (২৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে শাহিন ও আমির আলীকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।