রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউফিল্ডে বাণিজ্য মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত ছাত্রলীগ নেতা মোহনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ছুরিকাঘাতের তীব্রতায় মোহনের খাদ্যনালীর ৪টি স্থান কেটে গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৫ ঘন্টা অপারেশনের মাধ্যমে চেষ্টা চালিয়ে খাদ্যনালী সংযোগ স্থাপন করেন চিকিৎসক। অপারেশনের পর একবার তার জ্ঞান ফিরলেও ১০ মিনিট পরই মোহন পুনরায় অজ্ঞান হয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসক জানান, ৪৮ ঘন্টা পর তার অবস্থা বুঝা যাবে।
উল্লেখ্য, বুধবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহন তার বন্ধুকে নিয়ে বাণিজ্য মেলায় বেড়াতে গিয়েছিল। এ সময় কয়েক যুবক তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাথে সাথে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত মোহনকে সিলেট প্রেরণ করা হয়। আহত মোহন হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।