চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ষাড়েরকোনা গ্রামে চাঁন মিয়ার পুত্র লাল মিয়া (৩০) নামে এক যুবককে জি.আর মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, গতকাল রবিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই বিপ্লব কুমারের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের কলেজ রোড নামক স্থানে লাল মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, লাল মিয়ার বিরুদ্ধে জি.আর ১৮৬/১১ (চুনাঃ) এর গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। সে দীর্ঘদিন যাবত ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।