নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার ভয়ঙ্কর মাদক সম্রাট আলোচিত সৈয়দ আলী ওরফে সইদ্যাকে পুলিশ আবারও আটক করেছে।
শনিবার দুপুর ২টায় শহরের ২নং পুল এলাকা থেকে ২০০ পিছ ইয়াবাসহ সইদ্যাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
জানা যায়, সৈয়দ আলী ওরফে সইদ্যা; নেশার জগতে ভয়ঙ্কর একটি নাম। নিবাস, শহরতলীর বহুলা গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। কথিত আছে মদ-গাজা, ইয়াবা, হিরোইন, ফেনসিডিলসহ সব ধরণের মাদক দ্রব্যের বড় চালান তার হাত ধরেই প্রবেশ করে হবিগঞ্জ শহরে। এ ব্যাপারে থানা ও আদালতে রয়েছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। ইতিপূর্বে একাধিকবার গ্রেফতারও হয়েছে সে। কিন্তু প্রতিবারই বেড়িয়ে যায় আইনের ফাঁক-ফোঁকড়ে। পরে আবারও পুরোদমে ফিরে যায় পুরনো ধান্ধায়। বেশ কয়েকদিন ধরে তাকে গ্রেফতার করতে হন্যে হয়ে ঘুরছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে একাধিবার নিষ্ফল অভিযানও চালায় পুলিশ।
অবশেষে শনিবার উল্লেখিত সময়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ রাজিবের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার গ্রেফতারের খবর চারদিকে ছড়িয়ে পড়লে সুশীল সমাজসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্থ্যি ফিরে এসেছে। তবে অনেকেই শঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে খুব বেশি দিন রাখা যাবেনা লাল ঘরে। কোন না কোন ভাবে বেড়িয়ে পড়বে সে। কারণ তার হাত নাকি স্বাভাবিকের চেয়েও অনেক লম্বা।