নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুরে বিষপান করে লালন মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে ওই এলাকার মন্তাজ মিয়ার পুত্র।
শনিবার ভোররাতে সে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করে। মুমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও সূত্র জানিয়েছে পারিবারিক বিরোধের জের ধরে সে বিষপান করে।
খবর পেয়ে সদর থানার এসআই মির্জা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।