চুনারুঘাট প্রতিনিধি ॥ দেখে বোঝার উপায় নেই এটি সড়ক না মৃত্যু কুপ। বাস্তবে এটি চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের খোয়াই নদীর ব্রীজের পূর্ব পাকুড়িয়া, আইতন, রেমা, নালমুখের সড়ক দীর্ঘদিন ধরে সড়কটি মৃত্যু কুপে পরিণত হলেও যথাযথ কর্তৃপক্ষের কোন উদ্যোগ এখন পর্যন্তও লক্ষ্য করা যায়নি।
ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। জানা যায়, গত ৩/৪ বছর ধরে সড়কের কাজ হবে বলে কাটিয়ে গেল আরও ৩ বছর। এক পাশের রাস্তা দেবে দেবে সৃষ্টি হয়ে মৃত্যু কুপে পরিণত হয়েছে। ফলে চুনারুঘাট খোয়াই নদীর পূর্বে সাধারন মানুষ আসা-যাওয়া করতে দেখা যায় ব্যস্ততম ্ও সড়কটি পথচারী ও যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণ হানীর আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারী যাত্রীরা। চুনারুঘাট বাজারের ব্যবসায়ীরা ও সাধারন যাত্রীরা জানান, সড়কটির দুই দিকের সড়কের রাস্তা দেবে দেবে প্রতিনিয়ত ছোট বড় যানবাহন ডি.সি.পি উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রী মাদ্রাসা সহ হাজার হাজার পথচারী চলাচল করে ব্যস্ততম এ রাস্তায়।
অথচ কর্তৃপক্ষের উদাসীনতায় সংস্কারের অভাবে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। অথচ দেখে মনে হয় কর্তৃপক্ষের কোন কিছুই করার নেই। উপজেলার প্রকৌশলী (এলজিইডি) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করা হয়েছে। দ্রুত চলাচলের উপযোগী করা হবে।