নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নবীগঞ্জ জে.কে মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নবীগঞ্জ সম্মিলিত ক্রিকেট ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উক্ত ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
উপজেলা সহকারী কমিশনার জীতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, নবীগঞ্জ ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রসূল চৌধুরী রাহেল, পাক্ষিক ব্রিকলেন সম্পাদক উজ্জল দাশ, প্রধান শিক্ষক আব্দুস সালাম, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর কাউন্সিলর কবির মিয়া, জাহেদ চৌধুরী, মফিজুর রহমান, নুরুল হক, পাবেলসহ অনেকেই।
উক্ত উদ্বোধনী টুর্নামেন্টে সততা স্পোটিং ক্লাব বনাম ওসমানী স্পোটিং ক্লাব অংশগ্রহন করে। খেলায় সততা স্পোটিং ক্লাব জয়ী হয়।
এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, খেলাধুলা শরীর গঠন করার পাশাপাশি মন-মানসিকতার বিকাশ ঘটায়। তিনি তরুন ও যুবসমাজকে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করার আহবান জানিয়ে বলেন, খেলায় ব্যস্ত থাকলে যুব সমাজ বিপথগামী থেকে দূরে থাকবে। এতে সমাজের অনেক অসঙ্গতিও দূর করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি।