চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুরের সরকার দলীয় এমপি এড. মাহবুব আলী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ২০১৭ সনের মধ্যে বাংলার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো নিশ্চিত করতে বদ্ধ পরিকর। শুধু তাই নয় ২১ সনের মধ্যে প্রতিটি গৃহহীন ব্যক্তিদেরকে সরকার নিজস্ব খরচে বাসস্থান করে দেবে এবং আমি সরকারের প্রতিনিধি হিসেবে চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা কামনা করছি। গত শুক্রবার বিকালে উপজেলার রানীগাঁও বাজারে ১০৬টি নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহবুব আলী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। রানীগাঁও পূর্ব বাজারে বিদ্যুৎ লাইন উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মেম্বারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসাইন জিতু, পল্লী বিদ্যুতের এজিএম, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, রানীগাও ইউপি চেয়ারম্যান নূরুল মোনিম চৌধুরী ফারুক, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ মাষ্টার, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আব্দুল নূর মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, মুশফিক হোসেন চৌধুরী, মোঃ সৈয়দ আলী, মোঃ আনিসুর রহমান আনিস, মোঃ আবু তাহের মুহরী, মোঃ ফারুক মিয়া প্রমুখ।