এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে ১৩ বছরের এক কিশোর নিখোঁজের ঘটনায় পরিবারের লোকজনের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে গত বৃহস্পতিবার নিখোঁজ অনুপ চন্দ্র দাশের মা উষা রানী দাশ থানায় সাধারণ ডায়েরী নং-৪৪ দায়ের করেছেন। এর আগে বিগত ২০১৫ সালের এপ্রিল মাসের প্রথম দিকে অনুপ দাশের পিতা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। দু’ দিন পর তার পিতা অন্তু দাশের মৃতদেহ বাড়ির পাশের নদীর পাড় থেকে উদ্ধার করে গ্রামের লোকজন। অনুরুপ ঘটনার আতংকে দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। গতকাল শুক্রবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলা বড় ভাকৈর পশ্চিম ইউপির হলিমপুর গ্রামের মৃত অন্তু দাশের কিশোর ছেলে অনুপ চন্দ্র দাশ পিতার ব্যবসা প্রতিষ্টান হলিমপুর বাজারস্থ নিজ মুদি দোকান দেখাশুনা করতো। গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৭ টার দিকে দোকানের লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়া দেয়। এ সময় তার পরনে হাফহাতা কালো গেঞ্জি, বাদামী রংয়ের পুল প্যান্ট ও খয়ারী রংয়ের চাদর ছিল।
এদিকে কিশোর অনুপ দাশ বাড়ি ফিরতে দেরী দেখে তার মা দোকানে খবর করে জানতে পারে সে অনেক আগেই দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। পরে বাড়ির লোকজন বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজি কালে হলিমপুর গ্রামের ভুষন দাশের দোকানের উত্তর-পুর্ব পাশের নালায় কিশোর অনুপ দাশের সাথে থাকা ব্যবহৃত চাদর ও সেনডেল পাওয়া যায়। কিন্তু রির্পোট লেখা পর্যন্ত অনুপ দাশ এর কোন সন্ধান পাওয়া যায় নি।
ফলে অনুপ দাশের পরিবারের লোকজনের মধ্যে নানা সন্দেহ ও আতংক বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানাযায়, অনুপ দাশের পিতা অন্তু দাশ বিগত ২০১৫ সালের এপ্রিল মাসের প্রথম দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসে নি। ঘটনার দু’ দিন পর বাড়ির পশ্চিমে নদীর পাড়ে মৃত অবস্থায় অন্তু দাশকে পাওয়া যায়। দীর্ঘ দেড় বছর পর অনুরুপ ভাবে নিখোঁজ হলো তার কিশোর ছেলে অনুপ দাশ। কেউ বলতে পারছে না, তার ভাগ্যে কি আছে। পরিবারের লোকজন ৩ দিনের মধ্যেও অনুপ দাশের কোন হদিস পাচ্ছে না। ফলে তার মা, স্কুল পড়–য়া বোনসহ স্বজনদের মধ্যে আতংক বিরাজ করছে।