নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ চুনারুঘাট সড়কে মালবাহী ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তৌফিক মিয়া (১৪) নামে পথচারী এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্র চুনারুঘাট গাথাবলা গ্রামের আব্দুর রহমানের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্কুল ছাত্র তৌফিক তার প্রয়োজনীয় কাজে দূর্গাপুর বাজারে আসে। এ সময় চুনারুঘাট থেকে হবিগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীতগামী একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে পথচারী স্কুল ছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।