বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় বাহুবল উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারি কমিশনার ভূমি মোঃ শফিউল্লাহ, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, ইউনিয়ন চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, সামছুদ্দিন তারা মিয়া, ফয়জাবাদ চা বাগানের ম্যানেজার শাহ আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মখলিছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মোঃ হোসেন শাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুর রহমান, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, জাসদ সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক ফটিক মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ প্রমুখ।