মো: শাহিন আহমেদ:-
পাইকপাড়া স্কুল হলিদেশ এর নবীণ বরন পিঠা পার্বন স্বাংষৃতিক অনুষ্টান সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহ:বার সারাদিন ব্যাপি ভিবিন্ন অনুষ্টান শেষে স্কুল হলিদেশ এর অধক্ষ সিরাজ সৈকত এর সভাপতিত্বে শিক্ষক ইকবাল হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৈাস আরা সৈকত, বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এড্যভোকেট হুমায়ুন কবির সৈকত, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হারুন সাই, দেশ নাট্যগোষ্ঠীর সহ সভাপতি রাজু বিশ্বাস প্রমূখ। স্বাংকৃত্বিক অনুষ্টানে দেশ নাট্যগোষ্ঠীর ফারুক দেয়ান, কাজল বৈদ্য, শাহিন আহমেদ, সিরাজুুল ইসলাম, জুসেফ হাবিব প্রমূখ সঙ্গীত পরিবেশন করে।