নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চার মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন এ রায় দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ আগস্ট মাধবপুর বাজার থেকে ৯৪ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে ওই দিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এ রায় দেন বিচারক।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে চমক পাঠান ও প্রিয়তোষ চক্রবর্তী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি গাজিউর রহমান ও ফজলুল করিম দীর্ঘদিন ধরে পলাতক।