চুনারুঘাট প্রতিনিধি ॥ বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইনডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্প এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে এক বর্ণাঢ্য র্যালী চুনারুঘাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
“আসুন ঐক্যের হাত তুলি, এইচআইভি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী পরবর্তী আলোচনা সভায় ডাঃ দেবাশিস দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনডেভার সমন্বিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সৈয়দ হাফিজ আহমেদ শাহীন, আরো উপস্থিত ছিলেন মোঃ সফিকুল ইসলাম, এ.এস.এম মাহমুদুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, খন্দকার শোয়াইব হোসেন, ডাঃ এম.এ. লতিফ, ডাঃ সুবেন্দ্র সরকার, সাংবাদিক ফারুক মিয়া এবং আরো অনেকে।
পরে সভাপতি ডাঃ দেবাশিস দেবনাথ তার বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্ত ঘোষনা করেন।