নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বুধবার সকালে ১০নং ওয়ার্ডে সদস্য পদে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল খান, উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো রজব আলী, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন তারা মিয়াকে নিয়ে জেলা প্রশাসক সাবিনা আলমের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শেখ একেএম সুফি, সহ-সভাপতি মো আব্দুর রেজ্জাক, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাবেদ আলী মাষ্টার, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজ্বী নুরুল হক, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, পইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাহেব আলী চেয়ারম্যান, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক উত্তম বাবু, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ইসহাক আলী সেবন, যুবলীগ নেতা কবির আনসারি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফখরুল হামিদ বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ তালুকদার প্রমুখ।