বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দিগাম্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা (মেট্রো-ট-১৪-৯২৮৭) এনা পরিবহন ও বি-বাড়ীয়া থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ব-০২-০৮৪৮) ট্রাকটি সিলেট যাওয়ার পথে দিগাম্বর বাজারে পৌছলে ট্রাকটি রং সাইডে প্রবেশ করে। এ সময় পিছনে থাকা এনা পরিবহন বাসটি ট্রাকের সাথে সংর্ঘষ হয়। এতে বাস চালক ও হেলপার সহ ৫ জন আহত হয়।
বাহুবল মডেল থানার এ এস আই কামাল উদ্দিন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই হরিদাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।