মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ জেলার হাওর-বাওরে সোনালী আভায় ভরে উঠেছে বিস্তৃর্ণ এলাকার রোপাআমনের ফসলের মাঠ। যেন হাওর এলাকায় পূবালী পবনে ধানের শীষে উঁকি-ঝুকির সোনালী ঢেউয়ের তরঙ্গ বইছে । নানা প্রতিকুলতার মাঝেও বাঙালীর ঐতিহ্যপূর্ণ হেমন্তের লগ্নে কৃষকের গোলা ভরবে আমন ধানে। তাই কৃষক-কৃষাণীর মনে এখন বইছে সুখের আনন্দ। এ পর্যন্ত জেলায় প্রায় ২৫ শতাংশ আমন কাটা শেষ হয়েছে।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানাযায়, জেলায় প্রায় ৬৬ হাজার ৩শ হেক্টর জায়গা রোপাআমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এবার মুক্ত জলাশয়ে পানি কম থাকায় জেলার ভাটি এলাকায় রোপা আমনের আবাদ বেশি হয়েছে। ফলে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে কৃষক আবাদ করেছে ৬৯ হাজার ২শ হেক্টর জমি। কৃষি বিভাগ আরও জানায়, উচ্চ ফলনশীল জাতের মধ্যে ব্রি ৪৯ জাতটি কৃষকের অধিক জন প্রিয় তাই এবার এটি বেশি এবাদ করেছে কৃষক। তাছাড়া ব্রি ৪৬, বিআর ১১ সহ বিভিন্ন জাত রয়েছে। সূত্র জানায়, সম্প্রতি প্রতিকুল আবহাওয়ার ক্ষতিকর প্রভাব কিছুটা আমনে আঘাত আনলেও ধানের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কৃষক উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করায় হেক্টর প্রতি সাড়ে ৪ মেট্রিক টন ধান ফলন হয়ায় সম্ভাবনা করছেন সংশ্লীষ্টরা।
এদিকে মাঠ পর্যায়ে ধান কাটার শ্রমিক সংকট অভিযোগ করেণ স্থানীয় কৃষক। বাস্তবতার নিরীকে দেখা যায়, অধিক পারিশ্রমিক গুনতে সহজলভ্য কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। ফলে ধান কাটার এমন অধিক পরিশ্রম জনিত কাজে কেউ এগিয়ে আসতে চাননি। ধান কাটার কাজ না কররা কারণ জানতে চাইলে ভাদৈ গ্রামের শ্রমিক আদম আলী জানান, ধান কাটা অধিক পরিশ্রম করে মজুরী কমা পাওয়া যায়। তিনি বলেন, এখন কাজের অভাব নেই, সামান্য পরিশ্রমে মিলে অনেক টাকা। তাই ধান কাটার পরিশ্রমের কাজে কাজ করেতে ইচ্ছা হয়না। ফলে সভাবতই ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়। তবে যান্ত্রিক প্রক্রিয়ায় ধান কর্তন কাজ দ্রুত সম্প্রসারিত করার জন্য সরকারের প্রতি ভুক্তভোগি কৃষকরা জোর দাবী জানান ।