নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাজুকা গ্রামে জমি দখল নিয়ে দুইদল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আলাই মিয়ার সাথে মন্নান মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আলাই মিয়া, মন্নান মিয়া, হান্নান মিয়া ও বারিক মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।