নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামে বিয়ের ৩ মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেছে তোফাজ্জল হোসেন (২০) নামের এক স্বামী।
সে ওই গ্রামের আবরু মিয়ার পুত্র।
মঙ্গলবার দুপুরে নববিবাহিতা স্ত্রীর সাথে অভিমান করে তোফাজ্জল করে বিষপান করে যন্ত্রনায় ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তোফাজ্জলের পরিবার জানায়, ৩ মাস আগে প্রেমের মাধ্যমে পরিবারের অমতে একই গ্রামের এক যুবতীকে সে বিয়ে করে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়েন চলছিল। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।