মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে শিক্ষা কার্যক্রমে স্থানীয় জণগোষ্ঠীর পরিবীক্ষণ দক্ষতা উন্নয়ন বিষয়ক ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে।
প্রত্যাশা প্রকল্প (ডিএফআইডি) এর সহায়তায়, সোমবার সকাল ১০টায় গোপায়া ইউনিয়ন পরিষদে উক্ত ওরিয়েন্টেশনের আয়োজ করে গণসাক্ষরতা অভিযান ও এসেড হবিগঞ্জ।
গোপায়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটনের সভাপতিত্বে ও কাজল সমাদ্দার এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সহকারী হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিন। গোপায়া ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্য, এসএমসি প্রতিনিধি, জনপ্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিসহ সাংবাদিক উক্ত অনুষ্টানে অংশ গ্রহণ করেন।
অনুষ্টানে ইউনিয়নের প্রাথমিক শিক্ষা কার্যক্রম কে গতিশীলানয়নে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেণ গণসাক্ষরতা অভিযানের পাঠকার্যক্রম ব্যবস্থাপক মোঃ শাহ আলম।